14951

05/06/2025 ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় বেড়েছে

২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় বেড়েছে

রাজ টাইমস ডেস্ক :

৩০ জুলাই ২০২৩ ২৩:২২

নির্বাচন কমিশনের কাছে গেল বছরের আয় এবং ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার (৩০ জুলাই) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে এই হিসাব জমা দেন।

রিজভী জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এ সময়ে দলটির মোট ব্যয় হয়েছে তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। গত বছর বিএনপির উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

আগের বছরের তুলনায় ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় দুটিই বেড়েছে। গত বছর বিএনপি আয়-ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাতে ২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

আয়ের বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকে এফডিআরের বিপরীতে সুদই দলের আয়ের উৎস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]