15011

07/12/2025 আ’লীগ নেতাদের সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

আ’লীগ নেতাদের সাথে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

রাজ টাইমস ডেস্ক :

৩ আগস্ট ২০২৩ ১৯:৩৯

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে আওয়ামী লীগের কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো: ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দফত সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন মার্কিন রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com