15041

05/06/2025  সরকার সাংবিধানিক অধিকার হরণ করেছে

 সরকার সাংবিধানিক অধিকার হরণ করেছে

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট ২০২৩ ০১:২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, জুলুমবাজ সরকার আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করেছে। স্বৈরাচারী সরকার আজ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। রাজশাহীর প্রায় প্রতিটি থানায় মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। আওয়ামীলীগের নির্দেশে পুলিশ আমাদের কথা বলার স্বাধীনতা এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক মৌলিক অধিকারকে হত্যা করেছে। তিনি আরও বলেন, দেশ এভাবে আর বেশিদিন চলতে পারে না। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে।
গতকাল রোববার গত ৪ আগস্ট পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে এবং কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল আলেম-ওলামাদের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত এক পথ সভায় তিনি এ কথা বলেন। এর আগে মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এর নেতৃত্বে মিছিলে রাজশাহী মহানগরী ও থানাসমূহের নেতৃবৃন্দের উপস্থিতে বিক্ষোভ মিছিল রাজশাহী নগরীর লক্ষিপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রোড হয়ে মেডিকেল কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে ডাঃ শফিকুর রহমানসহ সকল আলেম- ওলামা এবং সকল নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]