15373

05/03/2025 দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক

রাজ টাইমস ডেস্ক :

৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের ১৫ সদস্যের দলের রয়েছে বেশ কয়েকটি চমক। সদ্য অভিষিক্ত জেরাল্ড কোয়েটজি সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। তবে সবচেয়ে বড় চমক ‘বেবি এবি’ ভ্যাক ডেওয়াল্ড ব্রেভিসের দলে ডাক না পাওয়া।

অপরদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়েইন পার্নেল। তবে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার সিসান্ডা মাগালা টিকে গেছেন বিশ্বকাপের দলে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ফন ডার ডাসেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]