15529

05/03/2025 বৃষ্টিতে বেড়েছে অপেক্ষা, হয়নি টসও

বৃষ্টিতে বেড়েছে অপেক্ষা, হয়নি টসও

রাজ টাইমস ডেস্ক :

১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৪

কলম্বোতে ঝরছে বৃষ্টি, এখনো উঠানো হয়নি মাঠের কভার। নির্ধারিত সময়ে হচ্ছে না টস, অপেক্ষা বাড়ছে মাঠে নামার। আজ বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল, ৮৬ শতাংশ সম্ভাবনা বলেছিল আবহাওয়া অধিদফতর।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ প্রতিদ্বন্দ্বিতা করছে দুই স্বাগতিক দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালে উঠার লড়াইয়ে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। বেলা সাড়ে ৩টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টিতে হয়তো তা সম্ভব হচ্ছে না।

ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্য থেকে আজ জয়ী দল নিশ্চিত করবে ফাইনাল। অন্যদলের এশিয়া কাপ শেষ হয়ে যাবে আজই। নিজেদের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে উভয় দল। দুই দলের পয়েন্টও সমান, ২।

যদি বৃষ্টির কারণে খেলা শেষ পর্যন্ত মাঠে না গড়ায় তবে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। কেননা বর্তমানে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]