05/02/2025 এবার আলু আমদানির সুপারিশ করা হবে
রাজ টাইমস
২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৭
হিমাগার থেকে ২৭ টাকায় আলু সরবরাহ করা গেলেই বাজারে সরকার নির্ধারিত মূল্যে কেনাবেচা সম্ভব হবে। এ জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কাজ করা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে নির্ধারিত মূল্যে আলু কেনাবেচা না হলে বিদেশ থেকে আলু আমদানির সুপারিশ করা হবে। ডিমের বাজার নিয়ন্ত্রণে যেমন আমদানির সিদ্ধান্ত হয়েছে, একইভাবে আলুর ক্ষেত্রেও হবে।
গতকাল মঙ্গলবার বগুড়ায় হিমাগার পরিদর্শনে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান এসব কথা বলেন।
এদিকে ষষ্ঠ দিনেও বাজারে কার্যকর হয়নি সরকারের বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য। বাজারে নিয়মিত অভিযান চলছে। গত চার দিনের অভিযানে ৪৬২ প্রতিষ্ঠানকে ২০ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এর পরও সরকার নির্ধারিত দর কার্যকর করা যাচ্ছে না। নির্ধারিত দর অনুযায়ী প্রতি কেজি আলু খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হওয়ার কথা ৬৪ থেকে ৬৫ টাকায়, ব্যবসায়ীরা বিক্রি করছেন ৭৫ থেকে ৮৫ টাকায়।
প্রতি পিস ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিক্রি হচ্ছে ডজন ১৫০ টাকায়। প্রতি পিসের দর পড়ছে ১২ টাকা ৫০ পয়সা।
এদিকে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়ার খবরে পাইকারি বাজারে এর দাম কমতে শুরু করেছে। কিন্তু খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়েনি।
রাজধানীর পাইকারি কারওয়ান বাজারে গতকাল ১০০টি ফার্মের ডিম এক হাজার ১২৫ থেকে এক হাজার ১৩০ টাকায় বিক্রি হয়, যা আগের দিন সোমবার বিক্রি হয় এক হাজার ১৪৫ থেকে এক হাজার ১৫৫ টাকায়। আমদানি করা ডিম বাজারে এলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
গতকালও রাজধানীসহ সারা দেশে সরকার নির্ধারিত দামে পণ্যের বিক্রি কার্যকর করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপপরিচালক বিকাশ চন্দ্র দাস কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬৪টি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫টি প্রতিষ্ঠানকে চার লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।