05/01/2025 ডলার বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনলো কেন্দ্রীয় ব্যাংক
রাজ টাইমস
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৫
আলোচনা-সমালোচনার পর ডলার বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগাম ডলার বুকিং দিতে পারবে শুধুমাত্র আমদানিকারকরা। বুকিংয়ের সর্বোচ্চ সময় হবে তিন মাস। আগের নির্দেশনায় এ সীমা ছিল সর্বোচ্চ এক বছর।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের জারি করা সংশোধিত সার্কুলার থেকে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত, এক বছরের জন্য ডলার বুকিংয়ের নিয়ম চালু করে সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) সর্বোচ্চ কত হবে, তাও বেঁধে দেয়া হয়। এ নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সার্কুলার জারির দুই দিন পরই সংশোধন এনে নতুন সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ২৪ সেপ্টেম্বর ভবিষ্যতের জন্য ডলার বুকিং সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে আগাম ডলার নেয়ার ক্ষেত্রে এক বছর পর সর্বোচ্চ দাম কী হবে, তাও বেঁধে দেয়া হয়। নতুন নিয়মে এক বছর পর ব্যাংক ডলারের দাম বর্তমানের চেয়ে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে।
নতুন এই নির্দেশনা জারির পর জনমনে শঙ্কা সৃষ্টি হয়। ডলার ব্যবহারকারীরা বলছেন, আগামীতে ডলার সংকট আরও বাড়তে পারে।
এ জন্য আগে থেকে ডলার বুকিং দিতে বলা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, এক বছর পর ডলারের রেট ১২৩ টাকা ছাড়িয়ে যেতে পারে।