1589

04/30/2025 পরিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে

পরিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২০ ২০:৫০

কোভিড-১৯ মহামারির কারণে রাবির ভর্তি পরীক্ষার অংশ গ্রহণে কোন পরিবর্তন আসছেনা। শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থেকেই দিতে হবে ভর্তি পরীক্ষা। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের স্থগিতকৃত ২৫২ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।আজ মঙ্গলবার সকাল দশটায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় করোনা পরিস্থিতির কারণে রাবির অনুষদ অধিকর্তাবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, লাইব্রেরিয়ান এবং নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা পরিষদের প্রফেসর ক্যাটাগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যবৃন্দ ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে অংশ গ্রহন করেন।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরবর্তীতে ভর্তি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানায়।

 

 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]