15965

05/06/2025 খালেদা জিয়াকে অসুস্থ রেখে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে অসুস্থ রেখে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

রাজ টাইমস ডেস্ক :

৩ অক্টোবর ২০২৩ ২০:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু খালেদা জিয়াকে অসুস্থ রেখে নয়, শেখ হাসিনার অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না বিএনপি।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে হবে। নয়তো এর সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে।

ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরূচিপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি কীভাবে দিতে পারেন? তা আমাদের বোধগম্য নয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]