16135

05/02/2025 মিরাজ-তামিম-শান্তর পর ফিরলেন সাকিবও

মিরাজ-তামিম-শান্তর পর ফিরলেন সাকিবও

রাজ টাইমস ডেস্ক :

১০ অক্টোবর ২০২৩ ১৬:১৫

বিপদ বেড়েই চলেছে বাংলাদেশের, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। আবারো শিকারী রিস টপলি। এবারের শিকার সাকিব আল হাসান। স্ট্যাম্প ভেঙে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ককে, ৯ বলে ১ রান আসে সাকিবের ব্যাটে।

৬ ওভারে মাত্র ২৬ রানে নেই ৩ উইকেট। অথচ এখনো করতে হবে ২৬৪ বলে ৩৩৯ রান। হাতে মোটে ৭ উইকেট।

৩৬৫ রানের বিশাল লক্ষ্য। পাহাড়সম এই রান তাড়া করতে যেমন শুরুর দরকার, তেমনটাই পেয়েছিল বাংলাদেশ। লিটন দাস প্রথম ওভারে টানা তিন চারে শুরু করেছিলেন ইনিংস।

তবে দ্বিতীয় ওভারেই বিপত্তি। তানজিদ তামিমকে ২ বলে ১ রানে বেয়ারেস্টোর ক্যাচ বানানোর পর, পরের বলেই রিস টপলি গোল্ডেন ডাক উপহার দিয়েছেন শান্তকে।

সাকিব-লিটন মিলে টেনে তোলার চেষ্টা করেছিলেন দলকে, তবে টপলিকে আটকানো যায়নি। সাকিবকে ফিরিয়ে ভেঙে দিয়েছেন প্রতিরোধ। ২২ বলে ২২ রান নিয়ে মাঠে লিটন দাস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]