05/02/2025 তানজিদের ফিফটির পর ছন্দপতন টাইগারদের
রাজ টাইমস
১৯ অক্টোবর ২০২৩ ১৮:২৩
দারুণ ব্যাট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম ফিফটি করলেন তানজিদ হাসান তামিম। শার্দুল ঠাকুরের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন এ বাঁহাতি ওপেনার। তবে ৫০ রান করার পর বেশি টিকতে পারলেন না তামিম। পঞ্চদশ ওভারে কুলদীপ যাদবের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি তামিম।
৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ, রিভিউও করেননি। সেটি করলে লাভও হতো না। ভারত পেয়েছে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। এতে ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি।
প্রথম কয়েকটা ওভারে প্রচুর ডট দিলেও পাওয়ার প্লেতেই তা পুষিয়ে নেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন কুমার দাস। এরপর দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তারা। তামিম ফেরেন ফিফটি করে। তার বিদায়ের পরপর ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আশার বাতি হয়ে টিকে ছিলেন লিটন কুমার দাস। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছুড়ে দিয়ে দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন তিনি।
রবীন্দ্র জাদেজার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে দুর্বল শট খেলেন লিটন। সীমানার অনেকটা আগেই তিনি ধরা পড়েন শুভমান গিলের হাতে। ৮২ বলে ৬৬ রান করেন বাংলাদেশ ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছিলেন তিনি।
এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।
আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এরপর ব্যাট হাতে রান বাড়াতে থাকেন তানজিদ। শার্দুল ঠাকুরের এক ওভারেই তিনি নেন ১৬ রান। পাওয়ারপ্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৬৩ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ৫ রান নিয়ে তাওহীদ হৃদয় ও ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম।