16543

05/08/2025 চাঁদপুরে জাল-নৌকাসহ ৮২ জেলে আটক

চাঁদপুরে জাল-নৌকাসহ ৮২ জেলে আটক

রাজ টাইমস ডেস্ক :

২৭ অক্টোবর ২০২৩ ১৩:৩৭

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ৭২ জেলে আটক করেছে নৌপুলিশ। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করা হয়।

এদিন ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৮৮০ মিটার জাল, ২৬ জেলে নৌকাসহ ৬৭২ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে নৌপুলিশের ৬টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ মামলা ও ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক না থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]