16631

08/16/2025 দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

দুইটি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

রাজ টাইমস ডেস্ক :

২৯ অক্টোবর ২০২৩ ২৩:২২

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে পৃথক দুইটি বিল সংসদে পাস হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে বিলটি পাসের জন্য তোলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিলের ওপর আনা বিরোধী দলের সংসদ সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিল দুইটি কণ্ঠভোটে পাস হয়।

প্রথমে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে বিল পাস হয়। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

পরে শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে আরেকটি বিল পাস হয়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল–২০২৩’ এর ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি সংসদে পাস হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]