16654

05/06/2025 সহিংসতার ঘটনায় ৩৬ মামলা, আসামি বিএনপির কয়েক হাজার নেতাকর্মী

সহিংসতার ঘটনায় ৩৬ মামলা, আসামি বিএনপির কয়েক হাজার নেতাকর্মী

রাজ টাইমস ডেস্ক :

৩০ অক্টোবর ২০২৩ ২২:৫৩

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। আর এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এ ছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে। ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে।

এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগেই পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]