16751

08/30/2025 ‘৩১ অক্টোবর পর্যন্ত ভিসা পাওয়া বাংলাদেশিরা ওমান যেতে পারবেন’

‘৩১ অক্টোবর পর্যন্ত ভিসা পাওয়া বাংলাদেশিরা ওমান যেতে পারবেন’

রাজ টাইমস

২ নভেম্বর ২০২৩ ১৯:১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘গত ৩১ অক্টোবর পর্যন্ত যেসব বাংলাদেশি ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন। আর দেশটি বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগিরই খুলে দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘তারা খুব শিগগিরই খুলে দেবেন (স্থগিত করা ভিসা প্রক্রিয়া)। কিন্তু খোলার আগ পর্যন্ত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]