1684

07/08/2025 পায়েল হত্যা মামলায় ৩ আসামীর মৃত্যুদণ্ড

পায়েল হত্যা মামলায় ৩ আসামীর মৃত্যুদণ্ড

রাজটাইমস ডেস্ক

১ নভেম্বর ২০২০ ২০:১৬

চাঞ্চল্যকর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (০১ অক্টোবর) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। 

যেসব আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে তারা হলের হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সুপারভাইজার মো. জনি ও হেলপার মো. ফয়সাল হোসেন।

মামলায় পায়েলের পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. আবু আবদুল্লাহ ভুঞা। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন হুজজাতুল ইসলাম। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই সকালে নর্থ সাউথের শিক্ষার্থী পায়েলকে নদীতে ফেলে হত্যা করে হানিফ পরিবহণের বাস কর্মচারীরা। পরদিন ২৩ জুলাই সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করা হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com