16905

05/02/2025 অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান

রাজ টাইমস ডেস্ক :

৭ নভেম্বর ২০২৩ ২০:৪৫

ইতিহাসের হাতছানি আফগানিস্তানের সামনে। অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মনে ধরিয়েছে শঙ্কা। বলা যায়, রীতিমতো ধুঁকছে হলুদ ক্যাঙ্গারুরা। যেখান থেকে ফিরে আসা কঠিনই বটে।

ভারতের মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার গুড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে মাত্র ১০০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। এখনো জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান। হাতে মাত্র ৩ উইকেট।

দ্বিতীয় ওভারেই নাভিন উল হক ভেঙে দেন অজিদের উদ্বোধনী জুটি। ট্রাভিস হেডকে ফেরান ০ রানে। ৫.৪ ওভারের মাথায় ফেরেন মিচেল মার্শও। দারুণ শুরুর পর নাভিনেরই শিকার হন তিনিও। ১১ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন মার্শ।

তবে অজিদের মেরুদণ্ড ভেঙে দেন আজমতুল্লাহ ওমরজাই। নবম ওভারে জোড়া আঘাত হানেন তিনি। প্রথম বলে ডেভিড ওয়ার্নারের স্ট্যাম্প ভাঙার পর, পরের বলেই গোল্ডেন ডাক উপহার দেন জশ ইংলিশকে। ওয়ার্নারের ব্যাটে আসে ২৯ বলে ১৮ রান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]