17105

07/08/2025 ‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’

‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’

রাজ টাইমস ডেস্ক :

১৪ নভেম্বর ২০২৩ ০৯:৩২

দ্রব্যমূল্যে ডলার সংকটের প্রভাব নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘ডলার সংকটে আবারো অস্থিতিশীল আলু ও চিনির বাজার’। প্রতিবেদনে বলা হচ্ছে, আমদানি শুরুর পর নিম্নমুখী হয়ে উঠেছে আলুর দাম।

চিনির বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছিল অর্ধেকে। এরপরও বাজারে আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে পণ্য দুটির দাম।

গত তিনদিনে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। নির্ধারিত দামের চেয়ে ১৫-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে চিনি।

এজন্য ডলারের সংকটকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন, একদিকে প্রয়োজনমত ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। সেইসাথে আমদানিতে অতিরিক্ত অর্থ পরিশোধের কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে আলু ও চিনির বাজারদরে।

খবরে বলা হয়েছে, অব্যাহত দর বৃদ্ধির মুখে গত ১৪ই সেপ্টেম্বর আলুর কেজিপ্রতি মূল্য ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। যদিও বাজারে এখন কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

আবার বাজারে চিনিও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে তা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা কেজি দরে। যদিও ১০-১২ দিন আগে প্রতি কেজি চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com