05/07/2025 তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল
রাজ টাইমস ডেস্ক :
১৫ নভেম্বর ২০২৩ ২০:০৩
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মান্নাফীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন,আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এ-ই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। একই সঙ্গে অতন্দ্র পহরীর মতো প্রতিটি সরকারি অফিস আদালত পাহারা দিবেন তারা।