17270

05/07/2025 জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

রাজ টাইমস ডেস্ক :

২০ নভেম্বর ২০২৩ ১০:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ সোমবার থেকে। যদিও তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের কাছে বিবেচনাধীন রয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রি আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]