17321

05/07/2025 বিএনপিসহ বিরোধীদের অবরোধ শুরু

বিএনপিসহ বিরোধীদের অবরোধ শুরু

রাজ টাইমস ডেস্ক :

২২ নভেম্বর ২০২৩ ০৯:১১

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে একই কর্মসূচি পালন করবে জামায়াতসহ বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ, দলের নেতাকর্মী, সমমনা জোট ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ পুলিশ প- করে দেয়ার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর সারা দেশে দু’দফায় তিনদিন হরতাল ও ৫ দফায় ১১দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]