1743

08/08/2025 শেরণী সিনেমার কাজ কি চালিয়ে যাবে বিদ্যা বালান?

শেরণী সিনেমার কাজ কি চালিয়ে যাবে বিদ্যা বালান?

রাজটাইমস ডেস্ক

৪ নভেম্বর ২০২০ ২৩:৪৭

ঝানু অভিনেতা বিজয় রাজ মধ্য প্রদেশের গন্ডিয়াতে পরিচালক অমিত মাছুরকারের সাথে শেরণী সিনেমার শুটিং-এ ছিলেন। ক্যারিয়ারে মেধার স্বাক্ষর রাখা এই অভিনেতা শুটিং ইউনিটের এক নারী সদস্যের সাথে খারাপ আচরণে অভিযুক্ত হন।

তবে শুটিং ইউনিটের কেউ প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে রাজি হন নি। এমনকি নির্মাতা বিক্রম মালহর্তা এবং পরিচালক অমিত মাছুরকার কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এমনকি নির্মাতা বিক্রম পরিচালকের নাম প্রকাশে ও রাজি হন নি।

এভাবেই সিনেমা জগতের যৌন নিপীড়কদের সুরক্ষা দেয়া হয়। তবে এখানে দেখার বিষয় শেরণী ছবির নায়িকা বিদ্যা বালান যিনি যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার তার প্রতিক্রিয়া কি হতে পারে। এর আগে বিদ্যা বালান পরিচালক সাজিত খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে কাজ করত অস্বীকৃতি জানিয়েছিলেন।

তাহলে কি বিজয় রাজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পর বিদ্যা বালান সিনেমাটির শুটিং বন্ধ করে দিবেন? যদিও এখনো কিছু জানান নি তিনি।

বর্তমানে সিনেমাটির অভিনয় বন্ধ রয়েছে। সবার মুখ ও রয়েছে বন্ধ।

আমাদের কোন কিছু বলতে নিষেধ করা হয়েছে, এমনটাই জানান শুটিং এর একজন টেকনিশিয়ান।

সূত্র-বলিউড হাঙ্গামা

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]