17546

05/07/2025 কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় বিএনপি নেতার মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় বিএনপি নেতার মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১ ডিসেম্বর ২০২৩ ২০:৫২

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আসাদুজ্জামান হিরা গাজীপুরের গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে শ্রীপুর রেলস্টেশন আসাদুজ্জামানকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বলেন, শুক্রবার সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

তিনি বলেন, আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]