17569

05/06/2025 কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়: ওবায়দুল কাদের

কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়: ওবায়দুল কাদের

রাজ টাইমস ডেস্ক :

২ ডিসেম্বর ২০২৩ ১৮:০০

কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয় বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভুল নীতির জন্য, নেতৃত্বে হতাশ হয়ে, বিএনপি নেতারা নির্বাচনে আসছেন। বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে। ভুলের চোরাবালিতে আটকে গেছে বিএনপির আন্দোলন।

শনিবার ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনকে বাধা দিতে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র, সন্ত্রাস করছে মন্তব্য করে তিনি আরও বলেন, কিছু কিছু দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচনমুখী।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেক চেষ্টা হয়েছে। অনেক অপচেষ্টার পরও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]