18130

05/01/2025 কাশ্মিরে সংঘর্ষে ৪ ভারতীয় সেনা সদস্য নিহত!

কাশ্মিরে সংঘর্ষে ৪ ভারতীয় সেনা সদস্য নিহত!

রাজটাইমস ডেস্ক:

২২ ডিসেম্বর ২০২৩ ১২:০২

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় চার সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গালির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়।

সেনাবাহিনী অবশ্য বুধবার রাত থেকে ডেরা কি গালিতে এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে।

কাশ্মিরের ওই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনো চলছে।

ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজির সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]