05/06/2025 নবীনদের বরণ করে নিল স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন
রাজটাইমস ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪ ২৩:০০
বর্ণিল আয়োজনে নতুন সদস্যদের বরণ করে নিল স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন। ৩১ ডিসেম্বর (বুধবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. শহীদুল্লাহ একাডেমিক ভবনের এ বি এম হোসেন গ্যালারী রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী সজীবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় লিগাল সেলের প্রশাসক অধ্যাপক ড. শাহিন জোহরা, অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফরিদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রাজন, সাবেক সদস্যসচিব মুজাহিদ বাবু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এ এম সাকিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহিন জোহরা বলেন, শিক্ষার্থীদের নিজেদের অধিকারসহ দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সচেতন হতে হবে। অধিকারবঞ্চিত হওয়া বা নির্যাতিত হওয়ার পরিস্থিতিতে অধিকার আদায়ের পথ জানতে হবে এবং জানাতে হবে।
এই সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের জীবনের সর্বস্তরে নিজেদের নিয়োজিত রাখতে ও অধিকার আদায়ের কন্ঠস্বর সর্বদা সোচ্চার রাখার আহবান জানান।