1911

05/04/2025 করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২০ ০১:১৫

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

রোববার (১৫ নভেম্বর) মন্ত্রীর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

শরীফ মাহমুদ অপু জানান, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব মহোদয়ের। সেজন্য তাদের করোনা পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেয়া হয়। শনিবার রাতে দু’জনেরই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

এদিকে আক্রান্তের বিষয়টি পুনরায় নিশ্চিত করতে দু’জনের নমুনা পুলিশ হাসপাতালে দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানান তিনি।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]