19686

04/30/2025 সংবাদ ভিত্তিক কনটেন্ট থেকে ইনকাম বন্ধ শুরু করলো ফেসবুক

সংবাদ ভিত্তিক কনটেন্ট থেকে ইনকাম বন্ধ শুরু করলো ফেসবুক

রাজ টাইমস ডেস্ক :

১ মার্চ ২০২৪ ১৯:০৮

সংবাদ ভিত্তিক কনটেন্টের মাধ্যমে অর্থ উপার্জনের রাস্তা বন্ধের কার্যক্রম শুরু করলো ফেসবুক। সংবাদকর্মীদের জন্য প্রথম আঘাতটি শুরু হয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি থেকে।

পহেলা মার্চ ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছে, এখন থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানির সংবাদ প্রকাশকদের সাথে লভ্যাংশ ভাগ করা হবে না। এই তিনটি দেশে এসম্পর্কিত কোন চুক্তিও নবায়ন করবে না মেটা।

এতে চরম দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে আগে থেকেই আর্থিক সংকটে ধুঁকতে থাকা সংবাদ মাধ্যমগুলো। আসছে এপ্রিলে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বন্ধ হবে নিউ ট্যাব সেবা যা গতবছর বন্ধ হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে।

ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের সঙ্গে বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো ফেসবুক। মূলত গত বছর থেকেই ধাপে ধাপে এই সেবা বন্ধের উদ্যোগ নেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]