2078

04/30/2025 করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি

করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি

রাজটাইমস ডেস্ক

২৬ নভেম্বর ২০২০ ১৮:৪০

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে ভুগছে দেশ। ভাইরাসটির প্রকোপ থেকে নিস্তার নেই দেশের ফুটবলেরও।

ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে প্রধানের করোনা সংক্রমনের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচ জেমি ডে, ম্যানেজার আমের খান ও দলের ফিজিও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার তিনি আক্রান্ত হলেন।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, সাবেক এই ফুটবল তারকার গত কয়েক দিন যাবৎ কাশির সঙ্গে ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দেয়। সন্দেহ হলে মঙ্গলবার পরীক্ষা করান তিনি। পর দিন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তার। 

এদিকে বাফুফে সভাপতি আক্রান্ত হওয়ায় অনিশ্চিয়তার মুখে পড়েছে তার আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে উপস্থিত হওয়ার। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]