20883

05/01/2025 উত্তেজনাকর ম্যাচে রিয়ালের কাছে হার বার্সার

উত্তেজনাকর ম্যাচে রিয়ালের কাছে হার বার্সার

রাজ টাইমস ডেস্ক :

২২ এপ্রিল ২০২৪ ০৯:০৯

সাম্প্রতিক সময়ে সমালোচনা করে অনেকে বলেন, এখন আর আগের মতো এলক্লাসিকো জমে না। তবে গতকালের এলক্লাসিকো দেখে মোটেই তেমনটি মনে হয়নি। এই ম্যাচটি জমে উঠেছে দারুণভাবে। এক দল গোল করে এগিয়ে যাচ্ছে তো, পাল্টা আক্রমণে আরেক দল সমতায় ফিরছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৫ গোলের এলক্লাসিকোতে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও শেষমেষ বার্সেলোনাকে ৩-২ হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছাকাছি চলে গেল রিয়াল।

প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে বার্সার প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর। সে লক্ষ্যে ম্যাচে দুইবার এগিয়েও যায় কাতালনের ক্লাবটি। তবে শেষমেষ আর জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি। অ্যাওয়ে ম্যাচে হারতেই হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]