21279

05/03/2025 মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগানে মিলল দিনমজুরের লাশ

মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগানে মিলল দিনমজুরের লাশ

রাজটাইমস ডেস্ক:

১১ মে ২০২৪ ১৪:১১

নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গনেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’

মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]