21724

05/01/2025 বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে কোহলিবিহীন ভারত

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে কোহলিবিহীন ভারত

রাজটাইমস ডেস্ক:

১ জুন ২০২৪ ২১:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ডালাসের বাজে আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ায়নি। বাকি ছিল ভারতের ম্যাচ। আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের সেই ম্যাচ দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব।

প্রস্তুতি ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিরাট কোহলি ছাড়া প্রস্তুতি ম্যাচটিতে ভারতীয় দলের অন্যরা খেলবেন। গা গরমের উপলক্ষ হলেও দুই দলের জন্য ম্যাচটির আলাদা গুরুত্ব আছে। ভারত তাদের গ্রুপপর্বের চারটি ম্যাচই খেলবে নিউইয়র্কের এই নাসাউ কাউন্টি মাঠে। বাংলাদেশেরও একটি ম্যাচ এই মাঠে, ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দুই দলই তাই প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে চায়। এ মাঠে বসেছে অস্ট্রেলিয়া থেকে আনা ড্রপ ইন উইকেট। নিউইয়র্কের জল-হাওয়ায় অস্ট্রেলীয় উইকেট কেমন আচরণ করে, তা দেখতে চাইবে দুই দলই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]