05/01/2025 সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত
মোহনপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪ ১৮:৫৮
রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে খাঁড়ইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার চাঁপড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানায়, মারুফ হোসেন তার অসুস্থ দাদি শাশুড়ি কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিয়ামতপুর যাবার পথে মোহনরুরের খাঁড়ইল গ্রাম নামক স্থানের নওগাঁ- রাজশাহী মহাসড়কে একটি আম বোঝায় হলুদ রংয়ের ট্রাক চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী ভিকটিম মারুফ হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকের ড্রাইভার ও হেলফার ট্রাক রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।