22488

05/01/2025 রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজটাইমস ডেস্ক:

১৪ জুলাই ২০২৪ ২১:০২

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) আনুমানিক বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বুধপাড়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বুধপাড়া ফ্লাইওভার এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধ কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি আরও বলেন, এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি, চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]