05/02/2025 কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা পড়বে বিএনপি
রাজটাইমস ডেস্ক:
১৭ জুলাই ২০২৪ ১০:২৬
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবি জানাজা পড়বে বিএনপিসহ তাদের যুগপৎ আন্দোলনে অন্যান্য দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে বুধবার (১৭ জুলাই) বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর দেড়টায় গায়েবি জানাজা অনুষ্ঠিত হবে। সারাদেশেও একই কর্মসূচি পালিত হবে।