2264

07/10/2025 বিএনপি নেতা মিলনের ৩য় দফাও করোনা পজিটিভ

বিএনপি নেতা মিলনের ৩য় দফাও করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর ২০২০ ০০:৩২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের তৃতীয় দফা টেস্টেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি করোনা আক্রান্ত হয়ে গত এক মাসের অধিক সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ নভেম্বর তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি স্বপরিবারে করোনা পরীক্ষা করেন। আর ১১ নভেম্বর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর জরুরী ভিত্তিতে তাকে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে নেয়া হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে শিফট করা হয়। গত এক মাসে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের তিন বার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ গত ৪ ডিসেম্বর করোনা টেস্টে রেজাল্ট আবারও পজিটিভ আসে ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com