22653

05/02/2025 বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক :

৩০ জুলাই ২০২৪ ১৪:৪৮

আগামীকাল বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে এ নিষিদ্ধ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, 'কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।'

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় গতকাল সোমবার রাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]