22842

05/02/2025 মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

রাজটাইমস ডেস্ক:

৬ আগস্ট ২০২৪ ২২:০০

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দীর্ঘ প্রায় ৮ বছর নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তার বাসায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাক্ষাত করতে যান জামায়াত আমির।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস’র ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এর পর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]