22893

04/30/2025 পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা

পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা

রাজটাইমস ডেস্ক:

৯ আগস্ট ২০২৪ ১৪:২৩

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। এর আগে গত ৬ আগস্ট ‘এ’ দলের দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা হয়নি। সূচি পরিবর্তন করার পর অবশেষে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

আজ শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। দেশটিতে পৌঁছে দুইদিন অনুশীলনের পর প্রথম টেস্টে আগামী ১৩ আগস্ট মাঠে নামবে দল। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২০ আগস্ট থেকে।

তিনটি একদিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট, এরপর বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩০ আগস্ট।

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। প্রতিটি দিনই চ্যালেঞ্জিং। প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা আমাদের নতুনভাবে শুরু করতে হয়। আমি মনে করি, সবকিছুই চ্যালেঞ্জিং। এখন খুব একটা বাজে অবস্থায় নাই দেশের পরিস্থিতি। একটা অশান্তি ছিল দেখে আমাদের খেলা কিছুটা পিছিয়েছে।’

বিসিবির এই নির্বাচক আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের জাতীয় দল খেলতে যাবে, সেখানে আমাদের 'এ' দল আগে যাচ্ছে। যেটা সাধারণত আমরা দেখেছি ভারতীয় দল করে থাকে। যখনই কোনও দেশে জাতীয় দল যায়, তার আগে ওরা 'এ' দল পাঠিয়ে দেয়। যদি এমন কেউ থাকে যে অনুশীলন করে দলে নেয়া যায়... তো আমাদের ক্ষেত্রেও কিছুটা ওরকম। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশন নতুন হবে। যারা আপকামিং ওদের জন্য কন্ডিশনের পরীক্ষা দেয়া আমাদের প্রধান লক্ষ্য।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]