22936

04/30/2025 দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ রফতানি নয়: ফরিদা আখতার

দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ রফতানি নয়: ফরিদা আখতার

রাজটাইমস ডেস্ক: 

১১ আগস্ট ২০২৪ ১৯:০৭

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না।

রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়ে প্রথমদিন সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিজ আখতার।

ফরিদা আখতার বলেন, এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না। সাংবাদিকদের বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ আখতার।

এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]