22964

04/30/2025 পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার

পূজার ছুটি বাড়ানোর সুপারিশ, নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজটাইমস ডেস্ক:

১২ আগস্ট ২০২৪ ১৭:১২

আসন্ন জন্মাষ্টমির পূজায় সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

একইসাথে দুর্গাপুজার ছুটি বাড়িয়ে তিন দিন করার জন্য সুপারিশ করার কথাও জানান তিনি । সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।

তিনি বলেন, ‘পূজায় যত নিরাপত্তা দরকার, পুলিশ, আনসার, বিজিবি তারা চাইলেই পাবেন। এক্ষেত্রে জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন। আমাদের কাজ সবাইকে সুরক্ষা দেয়া, সেটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেই হোক। আমি আশা করি যে তারা আমার কথায় আশ্বস্ত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই না কোনো তৃতীয় পক্ষ দেশের বদনাম করুক। অনেকেই বলেন ওদিকে চলে যাব। সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে কেউ থাকতে চায় না।’

সহিংসতার পেছনে ধর্ম কোনো কারণ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্মভিত্তিক কোনো মারামারি হচ্ছে না। মানুষকে তাড়ানো হচ্ছে তার জমি দখল করতে। এটা সংখ্যালঘুর সমস্যা না। এটা গরিব মানুষের সাথে হয়।’

একই সাথে আওয়ামী লীগকে পুনরায় পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ মধ্যবিত্ত শ্রেণীর সেকুলারপন্থী দল ছিল। মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালরা তাদের সাপোর্ট করে। যারা এ দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে? আমি ওনাদের কথা দিচ্ছি আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের তো নিষিদ্ধ করা হয়নি।’

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]