22984

05/03/2025 ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

রাজটাইমস ডেস্ক:

১৩ আগস্ট ২০২৪ ১০:৩২

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। সোমবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু-একদিনের মধ্যে পেয়ে যাব।

শফিকুল আলম আরও বলেন, প্রায় ২০ বছর ধরে কাজ করে যাওয়া বার্তাসংস্থা এএফপিও চায় আমি তাদের সাথে থাকি। তারাও একটি পরিবার। তারা আমাকে এত বছর ধরে এমনভাবে সমর্থন করেছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন। তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি আপনার দোয়া চাই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]