23006

08/19/2025 ঢাকার মার্কিন দূতাবাসের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

ঢাকার মার্কিন দূতাবাসের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

রাজটাইমস ডেস্ক:

১৩ আগস্ট ২০২৪ ১৮:০৮

ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিসেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

এর আগে, গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]