23029

04/30/2025 ‘কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না’

‘কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে না’

রাজটাইমস ডেস্ক:

১৪ আগস্ট ২০২৪ ১৫:৫০

চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে সিরিজটি শুরু হবে ২১ আগস্ট থেকে। সাদা পোশাকের এই সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে লাল-সবুজের দল। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও পাকিস্তানই। আইসিসির সেই টুর্নামেন্টের আগে দেশটিতে সফর করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মত দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত তাতে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর আগে একই কারণে গত বছর বাবর আজমদের দেশে গিয়ে এশিয়া কাপে খেলে নি রোহিত শর্মারা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও আলোচনা আছে।

এমন বাস্তবতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান যে হোম সিরিজগুলো খেলবে সেসব সিরিজে সফরকারী দলগুলোকে কড়া নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী জানিয়েছে, এসব সিরিজে কোনো অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নাও হতে পারে।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল সফরে আসবে, তাই আমাদের নিরাপত্তার ব্যাপারে আরও মনোযোগ দেওয়া উচিত। ঈশ্বর না করুক, এসব সফরে কোনো অঘটন ঘটলে এখানে (পাকিস্তান) চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে। কিন্তু এটা হওয়ার কথা নয়।’

সফরকারী দলগুলোকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মত নিরাপত্তা দেয়া উচিত জানিয়ে বাসিত আলী আরও বলেন, ‘নিরাপত্তার যেন সামান্যতম ত্রুটিও না ঘটে, এ বিষয়টি আমাদের নিশ্চিত করতে করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত, মহসীন নাকভি (পিসিবি চেয়ারম্যান) এসব বিষয়ে সচেতন থাকবেন।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]