23047

05/02/2025 টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

রাজ টাইমস ডেস্ক :

১৫ আগস্ট ২০২৪ ১৯:০৩

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) ‘গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায়’ নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]