04/30/2025 নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে
রাজটাইমস ডেস্ক:
১৭ আগস্ট ২০২৪ ১৮:৩১
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা। তবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। যদিও বিসিবি এবং অন্তবর্তী সরকার বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
শেষ পর্যন্ত বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করতে পারবে কি না তা এখনো নিশ্চিত নয়। এমন অবস্থায় এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে। এ টুর্নামেন্টের আরেকটি বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামও আলোচনায় আছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৩ অক্টোবর থেকে। এদিকে এই টুর্নামেন্ট আয়োজনে অনীহা প্রকাশ করেছে ভারত। এ কারণেই জিম্বাবুয়ে এই ইভেন্টটি আয়োজন করতে চায়।
শেষ পর্যন্ত আসন্ন এই টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যাবে আগামী ২০ আগস্ট আইসিসির বোর্ড সভার পর।
এদিকে জিম্বাবুয়ে এর আগে দুইটি ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব আয়োজন করেছে। ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবেও থাকছে দেশটি।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১০টি দল অংশ নিবে তাদের মধ্যে জিম্বাবুয়ে নেই। নেই সংযুক্ত আরব আমিরাতও। এ কারণেই নিরপএক্ষা ভেন্যু হতে চায় দুই দেশই।