23153

04/30/2025 ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আট কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আট কর্মকর্তা বরখাস্ত

রাজটাইমস ডেস্ক:

১৯ আগস্ট ২০২৪ ১৮:৫৪

এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আটজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। সোমবার ১৯ আগস্ট ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

বরখাস্তরা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, কাজী মো. রেজাউল করিম ও মো. আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকে বরখাস্ত করেছে ব্যাংকটি।

এদিকে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬টি ব্যাংককে ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো আর কোন গ্রাহককে ঋণ সুবিধা দিতে পারবে না।

বিধিনিষেধের আওতায় থাকা ব্যাংক গুলো হচ্ছে: ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বিধিনিষেধ সংক্রান্ত বিষয়টি এরই মধ্যে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]