23180

05/02/2025 হামলায় ক্ষতিগ্রস্ত ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করলেন জামায়াত আমির

হামলায় ক্ষতিগ্রস্ত ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করলেন জামায়াত আমির

রাজটাইমস ডেস্ক:

২০ আগস্ট ২০২৪ ১৫:৩০

দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে যান। সেখানে উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

জামায়াতের আমীর ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থতি ছিলেন। তিনি এমন ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং নিন্দা জানান।

ড. শফিকুর রহমান বলেন, সম্প্রতি গণ-আন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ-আন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুরুষোচিত হামলা করতে পারে।

জামায়াতের আমীর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

গতকাল দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একাধিক গণমাধ্যমের আসবাবপত্র ও বেশ কিছু যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় তারা। তবে হামলার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কেউ জড়িত নয় বলে মনে করছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিকরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]