04/30/2025 এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
রাজটাইমস ডেস্ক:
২০ আগস্ট ২০২৪ ১৫:৩৭
এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থ্যানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এক হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন ওঠে। এমন অবস্থার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।
মঙ্গলবার এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।
আপনি কি বলছেন এটি গুজব– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দিক থেকে কিছু বলিইনি। সুতরাং গুজব আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।
বৈঠকে চীনের ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
সরকারের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আগে অনেক প্রকল্প অযাচিতভাবে নেওয়া হয়েছে। এতে করে সরকারের দায় বাড়ে, এ ঋণের চাপ সাধারণ মানুষের উপরেও পরে। বর্তমানে সরকারে ১৮ লাখ কোটি টাকার সত্যি চাপের। এ চাপ নিয়েই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।