23191

04/30/2025 বিসিবির বোর্ডসভা কাল, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন

বিসিবির বোর্ডসভা কাল, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন

রাজটাইমস ডেস্ক: 

২০ আগস্ট ২০২৪ ১৮:৪৭

আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা হতে যাচ্ছে আগামীকাল বুধবার।

এ সভায় ভার্চুয়ালি যোগ দেবেন আত্মগোপনে থাকা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারেন তিনি।

আজ মঙ্গলবার জরুরি বোর্ড সভার তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। ওই পরিচালক বলেন, জরুরি বোর্ড সভা ডেকেছে কাল বেলা ১১টায়। সব পরিচালককেই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি এরই মধ্যে।

গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ৯ জন বোর্ড পরিচালককে উপস্থিত থাকতে হয় সভায়। এ ছাড়া শুধু সভাপতির এখতিয়ার রয়েছে বোর্ডসভা ডাকার। সবকিছু বিবেচনায় আগামীকালের সভায় নির্ধারিত হবে বিসিবির ভবিষ্যৎ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]